করোনাভাইরাস মোকাবেলায় উত্তর কোরিয়ার সাফল্য দাবি কিমের

করোনাভাইরাস মোকাবেলায় উত্তর কোরিয়ার ‘উজ্জ্বল সাফল্য’ দাবি করেছেন নেতা কিম জং-উন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2020, 12:26 PM
Updated : 3 July 2020, 12:26 PM

পলিটব্যুরোর এক বৈঠকে তিনি বলেন, বিশ্বব্যাপী স্বাস্থ্যসংকটের মধ্যেও তার দেশ এই মারাত্মক ভাইরাসের হানা প্রতিরোধ করেছে এবং পরিস্থিতি স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে।

উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ- শুক্রবার এ খবর দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ছয় মাস আগে বিশ্বে করোনাভাইরাস ছড়াতে শুরু করার পরই সীমান্ত বন্ধ করে দিয়ে মানুষজনকে আইসোলেশনে রেখেছিল উত্তর কোরিয়া।

দেশটির দাবি, সেখানে কেউ ভাইরাস আক্রান্ত হয়নি। তবে তা মানতে নারাজ বিশ্লেষকরা।

বৃহস্পতিবার পলিটব্যুরোর বৈঠকে নেতা কিম মহামারী রোধে উত্তর কোরিয়া সরকারের ছয় মাসব্যাপী জরুরি কর্মকাণ্ডের বিস্তারিত খুঁটিনাটি বিশ্লেষণ করে বলেছেন, “দলের কেন্দ্রীয় কমিটির দূরদর্শী নেতৃত্বেই ভাইরাস মোকাবেলায় সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।”

তবে এখনই মহামারী রোধের পদক্ষেপ শিথিল না করে বরং ‘সর্বোচ্চ সতর্কতা’ বজায় রাখার ওপরই গুরুত্বারোপ করেছেন কিম। প্রতিবেশী দেশগুলোতে এখনও ভাইরাসের প্রকোপ আছে বলে সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

শুক্রবার বার্তা সংস্থা কেসিএনএ জানায়, “তিনি (কিম) বার বার সতর্ক করে বলেছেন- মহামারী মোকাবেলায় নেওয়া পদক্ষেপগুলো শিথিল করা হলে তা অকল্পনীয়, দুর্বিসহ সংকট বয়ে আনবে।”