করোনাভাইরাস:মেলবোর্নে ৩ লাখ মানুষকে লকডাউনে রাখবে অস্ট্রেলিয়া

করোনাভাইরাসের প্রকোপ নতুন করে বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে রাজধানী মেলবোর্নের ৩ লাখেরও বেশি মানুষকে লকডাউনে রাখবে কর্তৃপক্ষ।

>>রয়টার্স
Published : 1 July 2020, 01:26 PM
Updated : 1 July 2020, 01:29 PM

সংক্রমণের ঝুঁকি এড়াতে মেলবোর্নের উত্তরের শহরতলীগুলোতে বুধবার থেকে একমাসের জন্য এইসব মানুষকে লকডাউনে রাখা হবে।

ভিক্টোরিয়ায় দু’সপ্তাহ ধরে নতুন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দুই অঙ্কে থাকার পর কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিচ্ছে।

দ্রুত লকডাউনের পদক্ষেপ নিয়ে অস্ট্রেলিয়া করোনাভাইরাস সংক্রমণ দমাতে সফল হওয়ায় বিশ্বে প্রসংশা কুড়িয়েছিল।

বিশ্বের অনেক দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় সংক্রমণ এবং মৃত্যু অনেক কম। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৭,৯২০ এবং মৃতের সংখ্যা ১০৪ জন।

কিন্তু সম্প্রতি আবার সংক্রমণ বেড়ে দেশটিতে মহামারীর দ্বিতীয় পর্যায় শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।

ভিক্টোরিয়ায় মঙ্গলবার নতুন ৭৩ জনের সংক্রমণ ধরা পড়েছে। সোমবার ধরা পড়েছিল ৭৫ জনের।

এই বাড়তি সংক্রমণের মুখে রাজ্যের প্রধানমন্ত্রী শহরজুড়ে নতুন করে বিধিনিষেধ আরোপের ঘোষণা দেন।

এক নিউজ ব্রিফিংয়ে তিনি বলেন, “মেট্রোপলিটন মেলবোর্ন এলাকায় আমরা আগামী চার সপ্তাহ বিধিনিষেধে অটল থাকতে পারলে কমিউনিটি সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে পারব।”

ভিক্টোরিয়া রাজ্যজুড়ে বিভিন্ন স্থানে গত কয়েকসপ্তাহে রেস্টুরেন্ট, জিম, সিনেমা হল সবকিছু খুলতে শুরু করেছিল। এর মধ্যেই রাজ্যটিতে আবার ফিরছে বিধিনিষেধ।

বুধবার মধ্যরাত থেকে মেলবোর্নের ৩০ টির বেশি শহরতলীতে তৃতীয় পর্যায়ের কড়া বিধিনিষেধ চালু হবে। এর আওতায় মানুষজনের জরুরি কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোনো নিষেধ থাকবে।

অস্ট্রেলিয়ার মেলবোর্নেই সম্প্রতি কমিউনিটি পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ঘটতে দেখা যাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় গতমাসে সেখানে ১ হাজার সেনা সদস্য পাঠিয়েছে অস্ট্রেলিয়া।