করোনাভাইরাস: ইইউতে প্রবেশে 'নিরাপদ' ১৪ দেশের তালিকায় বাংলাদেশ নেই

করোনাভাইরাস মহামারীর মধ্যে নিরাপদ হিসেবে ১৪টি দেশের নাম ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন, যেসব দেশি নাগরিকরা ১ জুলাই থেকে ইইউভুক্ত দেশগুলোতে প্রবেশের সুযোগ পাবে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2020, 07:56 AM
Updated : 30 June 2020, 07:56 AM

ওই তালিকায় অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মরক্কো ও দক্ষিণ কোরিয়া নাম থাকলেও যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও চীন নেই বলে বিবিসি জানিয়েছে।

তবে কূটনীতিকরা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের চীনে প্রবেশ করার অনুমতি দিলে তারা পারস্পরিক বিনিময়ে রাজি আছে।

ইইউ জোটভুক্ত দেশগুলোর জন্য অভ্যন্তরীণ সীমান্ত আগেই খুলে দেওয়া হয়েছে। ব্রেক্সিট চুক্তির আওতায় ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের নাগরিকরা এই দেশগুলোতে প্রবেশ করতে পারবে।

নিরাপদ দেশগুলোর এই খসড়া তালিকায় আছে- আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জর্জিয়া, জাপান, মন্টিনিগ্রো, মরক্কো, নিউজিল্যান্ড, রুয়ান্ডা, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, তিউনিসিয়া, উরুগুয়ে।

তবে নিরাপদ দেশের যোগ্যতা ও তালিকা মঙ্গলবার দিনের মধ্যভাগ নাগাদ চূড়ান্ত করবে ইইউ।