আফগানিস্তানে বাজারে রকেট বিস্ফোরণে নিহত ২৩

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি গবাদি পশুর বাজারে আঘাত হানা একটি রকেট বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে।

>>রয়টার্স
Published : 29 June 2020, 03:43 PM
Updated : 29 June 2020, 03:43 PM

আফগান সরকার ও তালেবান কর্মকর্তারা একথা জানিয়েছেন।

সাঙ্গিন এলাকার ওই বাজারে সোমবারের এই রকেট হামলার জন্য দুপক্ষ একে অপরকে দোষারোপ করেছে।

বাজারটিতে ছাগল, ভেড়া বেচাকেনা করতে স্থানীয় গ্রামবাসী এবং আশেপাশের এলাকার মানুষ ভিড় করেছিল।

হেলমান্দ প্রদেশের গভর্নরের মুখপাত্র বলেছেন, তালেবান জঙ্গিদের ছোড়া কয়েকটি রকেট বাজারের কাছে পড়ে বিস্ফোরিত হয়। এতে শিশুসহ ২৩ জন নিহত হয়েছে।

ওদিকে, তালেবান গোষ্ঠীর মুখপাত্র ক্বারী ইউসুফ আহমাদি বলেছেন, আফগান সেনাবাহিনী মানুষজনের বাড়িঘর এবং গবাদি পশুর বাজারের ওপর কয়েক রাউন্ড মর্টার বোমা ছুড়েছে। এতেই প্রাণহানির ঘটনা ঘটেছে।’

বাজারে আচমকাই রকেট এসে পড়েছে বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী এক পশু বিক্রেতা। এতে তার দুই ভাগ্নে মারা গেছে এবং ছেলে আহত হয়েছে বলে জানান তিনি।

তার কথায়, “আমি মাটিতে প্রায় ২০ টি লাশ পড়ে থাকতে দেখেছি। আহত আরও আনেক মানুষও ছিল।”

হেলমান্দ প্রদেশের কয়েকজন বাসিন্দা বলেছেন, বাজারটির আশেপাশের এলাকায় তালেবান জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষ চলার সময়ই এ রকেট এসে পড়েছে।