করোনাভাইরাস: ভিক্টোরিয়ায় ১,০০০ সেনা পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

করোনাভাইরাসের প্রকোপ নতুন করে বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবেলায় ভিক্টোরিয়া রাজ্যে ১ হাজার সেনা সদস্য পাঠাচ্ছে অস্ট্রেলিয়া।

>>রয়টার্স
Published : 25 June 2020, 03:28 PM
Updated : 25 June 2020, 03:28 PM

জনবহুল ভিক্টোরিয়া রাজ্যে দুই মাসের মধ্যে সম্প্রতি একদিনে সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গত ২৪ ঘন্টায় ভিক্টোরিয়ায় ৩৩ জনের করোনাভাইরাস ‘পজিটিভ’ এসেছে। এ নিয়ে টানা ৯ দিনে সেখানে শনাক্ত রোগীর সংখ্যা দুই অঙ্কে রয়েছে।

সংক্রমণের এ ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে সেনা সদস্যরা শুক্রবার সেখানে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস।

রাজ্য কর্তৃপক্ষকে নানাভাবে সাহায্য করবেন এই সেনারা। ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম কার্যকর করাসহ রাজ্যের ভাইরাস পরীক্ষা কর্মসূচিতেও তারা সহায়তা করবেন।

অস্ট্রেলিয়ায় কয়েক সপ্তাহ ধরে ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নেই কেবল কমিউনিটি পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ঘটতে দেখা যাচ্ছে।

দ্রুত লকডাউনের পদক্ষেপ নিয়ে অস্ট্রেলিয়া করোনাভাইরাস সংক্রমণ দমাতে সফল হওয়ায় বিশ্বে প্রসংশা কুড়িয়েছিল।

বিশ্বের অনেক দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় সংক্রমণ এবং মৃত্যু অনেক কম। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৪শ’র বেশি এবং মৃতের সংখ্যা ১০৪ জন।

কিন্তু গত মাস থেকে দেশটি সামাজিক দূরত্ববিধি শিথিল করাসহ অন্যান্য বিধিনিষেধ তুলে নিতে শুরু করার কয়েক সপ্তাহের মধ্যেই আবার করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে।