পাঁচ ইরানি জাহাজের ক্যাপ্টেনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ভেনেজুয়েলায় তেল সরবরাহ করার জন্য ইরানের পাঁচটি জাহাজের ক্যাপ্টেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

>>রয়টার্স
Published : 24 June 2020, 05:32 PM
Updated : 24 June 2020, 05:32 PM

একইসঙ্গে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোকে আবারো সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

পররাষ্ট্রমন্ত্রণালয়ে এক প্রেস কনফারেন্সের বক্তব্যে পম্পেও বলেন, জাহাজগুলো প্রায় ১৫ লাখ ব্যারেল ইরানি গ্যাসোলিন এবং সংশ্লিষ্ট আরো উপকরণ ভেনেজুয়েলায় সরবরাহ করেছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের সঙ্গে জলপথে নাবিকদের কোনোরকম বাণিজ্য না করার ব্যাপারেও পম্পেও সতর্ক করেছেন। ওয়াশিংটন মাদুরোর উৎখাত চায়।

পম্পেও পরে এক বিবৃতিতে বলেন, “আজকের এই নিষেধাজ্ঞার ফলে জাহাজের ওই ক্যাপ্টেনদের সম্পদ আটকে দেওয়া হবে। ক্যারিয়ার এবং ভবিষ্যত নিয়েও তারা ভুক্তভোগী হবে।”

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইরানের জ্বালানি বাণিজ্য বন্ধ করা এবং ভেনেজুয়েলার মাদুরো সরকারের পতন দুইই চাইছে।

একারণে, যুক্তরাষ্ট্র প্রশাসন বিভিন্ন বন্দর, শিপিং কোম্পানি এবং ইন্সুরেন্স কোম্পানিগুলোকে এই দুই দেশের সঙ্গে বাণিজ্যে কোনোরকম সহায়তা না করার ব্যাপারে সতর্ক করেছে। অন্যথায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকিও দিয়েছে।

ইরান গত এপ্রিল থেকে প্রায় ১৫ লাখ ব্যারেল তেলের ৫ টি ট্যাংকার ভেনেজুয়েলায় পাঠিয়েছে।