যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী প্রধান হলেন এক কৃষ্ণাঙ্গ

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যা ঘিরে বর্ণবাদবিরোধী বিক্ষোভের আবহের মধ্যে মার্কিন সিনেট বিমান বাহিনীর চিফ অব স্টাফ হিসাবে একজন কৃষ্ণাঙ্গকে নিয়োগ দিয়েছে।

>>রয়টার্স
Published : 10 June 2020, 05:52 PM
Updated : 10 June 2020, 05:52 PM

মঙ্গলবার আফ্রিকান-আমেরিকান জেনারেল চার্লস ব্রাউনকে বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগের প্রস্তাব সিনেটের ভোটে সর্বসম্মতভাবে পাস হয়েছে।

আর্মড সার্ভিসেস কমিটি ব্রাউনের মনোনয়ন অনুমোদন করেছিল গত মে মাসেই। কয়েক সপ্তাহ দেরির পর সিনেট তার নিয়োগ নিশ্চিত করল।

এর মধ্য দিয়ে চার্লস ব্রাউনই হলেন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীতে নেতৃস্থানীয় পদে প্রথম কৃষ্ণাঙ্গ।

ব্রাউন সাম্প্রতিক সময়ে ইউএস প্যাসিফিক এয়ার ফোর্সে কাজ করছিলেন। তিনি একজন ফাইটার পাইলট।

ব্রাউন তার নিয়োগ নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শতাব্দীর পর শতাব্দীর বর্ণবাদের পর এক ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে বলে আশা প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত মার্চে ব্রাউনকে মনোনীত করেছিলেন। তার নিয়োগ নিয়ে এক টুইটে তিনি বলেন, “আমার সিদ্ধান্ত এখন সিনেট অনুমোদন করেছে।”

সিনেটের ভোটকে ট্রাম্প আমেরিকার জন্য ঐতিহাসিক দিন বলে উল্লেখ করে ব্রাউনকে অসাধারণ এক দেশপ্রেমিক এবং দুর্দান্ত নেতা বলেও বর্ণনা করেন।