চীনের স্কুলে ছুরি নিয়ে হামলা, আহত ৩৯

চীনের একটি প্রাথমিক স্কুলে ছুরি নিয়ে হামলার ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকসহ অন্তত ৩৯ জন আহত হয়েছে।

>>রয়টার্স
Published : 4 June 2020, 12:12 PM
Updated : 4 June 2020, 12:37 PM

স্কুলেরই এক নিরাপত্তারক্ষী এ হামলা চালিয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। আহতদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, আহতদের ৩৭ জনই শিক্ষার্থী। তারা সামান্য আহত হয়েছে। আর দুইজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন।

চীনের দক্ষিণে গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত এলাকার ওয়াংফু কাউন্টি সেন্ট্রাল প্রাইমারি স্কুলে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৮টার দিকে আচমকাই হামলা চালান ৫০ বছর বয়সী নিরাপত্তারক্ষী লি জিয়াওমিন। তার ছুরির এলোপাতাড়ি কোপে শিশুসহ অন্যান্যরা জখম হন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।

ওই নিরাপত্তারক্ষী দীর্ঘদিন ধরে স্কুলটিতে কাজ করছেন। কিন্তু আচমকা কেন তিনি এমন হামলা চালালেন তা জানা যায়নি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে কারণ জানার চেষ্টা করছে।

সম্প্রতি কয়েকবছরে চীনের স্কুলে এর আগেও কয়েকবার এমন হামলার ঘটনা ঘটেছে। গতবছর হুবেই প্রদেশের একটি স্কুলে একই ধরনের হামলায় ৮ শিশু নিহত হয়েছিল।

২০১৮ সালেও পশ্চিমাঞ্চলীয় চংকিং শহরের একটি স্কুলে এক নারীর ছুরি হামলায় ১৪ জন আহত হয়।

এর আগে ২০১০ সালে একটি স্কুলে এমন এক হামলায় নিহত হয়েছিল প্রায় ২০ শিশু। ওই ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।