ইউরোপে সীমান্ত খুলছে জার্মানি

জার্মানি আগামী ১৫ জুন থেকে ইউরোপের দেশগুলোর সঙ্গে সীমান্ত খুলে দেবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

>>রয়টার্স
Published : 3 June 2020, 11:28 AM
Updated : 3 June 2020, 11:28 AM

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোসহ যুক্তরাজ্য এবং শেঙ্গেন অঞ্চলের ৪টি দেশ আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিচেস্টাইনের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত বুধবার জানান জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস৷

তবে কোভিড-১৯ এখনো শেষ হয়ে যায়নি সে ব্যাপারে সতর্ক করে দিয়ে মাস বলেছেন, ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে গেলেও এর জায়গায় একটি ভ্রমণ নির্দেশিকা থাকবে।

কেউ যেন যথেচ্ছা ভ্রমণ করতে শুরু না করেন এবং জার্মানিসহ অন্য কোথাও আবার দ্বিতীয় দফায় করোনাভাইরাসের প্রকোপ বাড়ানোর কারণ না হন।

যুক্তরাজ্যে এখনও বহিরাগতদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম আছে। ফলে খুব প্রয়োজন না হলে জার্মানদের সেখানে ভ্রমণ না করারই পরামর্শ দেওয়া হয়েছে ভ্রমণ নির্দেশিকায়।

অন্যদিকে, শেঙ্গেন এলাকায় স্পেন ও নরওয়ে তাদের দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা এখনো না তোলায় সেখানেও জার্মানিদের ভ্রমণে কার্যত নিষেধাজ্ঞা থাকছে।

ভ্রমণ নিষেধাজ্ঞা তোলার বিষয়টি নির্ভর করছে প্রতে্যকটি দেশের ভাইরাস সংক্রমণের হার এবং নিজেদের অভ্যন্তরীণ নীতির ওপর।

করোনাভাইরাস সংকট কিছুটা নিয়ন্ত্রণে আসায় ইউরোপের বহু দেশই সীমান্ত খুলে দেওয়া এবং ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে।

গত ১৭ মার্চ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপের দেশগুলোর সঙ্গে সীমান্ত বন্ধ করেছিল জার্মানি৷ শুরু হয়েছিল লকডাউন৷

করোনা পরিস্থিতির উন্নতি ঘটায় লকডাউন পরবর্তীতে শিথিল করে জার্মানি৷ এবার দেশটি সীমান্তও খুলে দিচ্ছে।