চিলিতে ভাইরাস আক্রান্ত ১ লাখ ছাড়িয়েছে

চিলিতে করোনাভাইরাস সংক্রমিত মানুষের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

>>রয়টার্স
Published : 1 June 2020, 04:11 PM
Updated : 1 June 2020, 04:11 PM

রাজধানী সান্টিয়াগোতে বেড়েছে সংক্রমণের হার। আক্রান্তের সংখ্যা বাড়ায় দক্ষিণ আমেরিকার এ দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চাপ বেড়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় সোমবার জানিয়েছে, মার্চের শুরুর দিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটার পর থেকে এখন পর্যন্ত শনাক্ত হওয়া মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫,১৫৯ জনে। মারা গেছে ১,১১৩ জন।

লাতিন আমেরিকার দেশগুলো বর্তমানে করোনাভাইরাস আক্রান্তের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। কোভিড-১৯ এ আক্রান্ত এবং মৃত্যু দুইই বাড়ছে চিলি, পেরু এবং ব্রাজিলে।