কোভিড-১৯: বিশ্বজুড়ে মৃত্যু সাড়ে ৩ লাখ ছাড়াল

বিশ্বব্যাপী করোনভাইরাস মহামারীতে মৃতের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে; তবে মৃত্যুর সংখ্যা বাড়ার গতি কমে এসেছে আরও খানিকটা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2020, 10:48 AM
Updated : 18 June 2020, 01:55 PM

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার বিকালে বিশ্বে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৮৬২ জনে দাঁড়িয়েছে।

অত্যন্ত ছোঁয়াচে এ ভাইরাসটিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৫৬ লাখ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ২৩ লাখ ৩ হাজার মানুষ।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর কয়েক মাসের মধ্যে ভাইরাসটি বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

নতুন ধরনের এ করোনভাইরাস হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হওয়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতির গতিও রুদ্ধ করে দেয়।

কোভিড-১৯ মহামারীতে বিশ্বে মৃতের সংখ্যা লক্ষ ছুঁয়েছিল চীনে প্রাদুর্ভাব শুরুর ৯০ দিন পর, গত ১০ এপ্রিল। তার আট দিন পর ৫০ হাজার মানুষের মৃত্যু এই সংখ্যাকে দেড় লাখ ছাড়িয়ে নিয়ে যায়। তার পরের ৫০ হাজারের মৃত্যু ঘটতে সময় লেগেছিল সাত দিন।

মৃতের সংখ্যা আড়াই লাখে উন্নীত হতে এরপর আরও আট দিন লেগেছিল। তার দশ দিন পর গত ১৫ মে মৃতের সংখ্যা পৌঁছেছিল তিন লাখে।

সেখান থেকে সাড়ে তিন লাখে পৌঁছাতে সময় লাগল ১২ দিন। অর্থাৎ মৃত্যুর সংখ্যা বাড়ার গতি ধীরে ধীরে কমে আসছে।

চীনের পর করোনাভাইরাস ছড়ানোর প্রথম উপকেন্দ্র হয়ে উঠেছিল ইরান। এরপর ইউরোপ হয়ে যুক্তরাষ্ট্র প্রাদুর্ভাবের নতুন উপকেন্দ্র হয়ে দাঁড়ায়। এখন দক্ষিণ আমেরিকাকে ভাইরাসটি ছড়ানোর নতুন উপকেন্দ্র বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সব দেশের চেয়ে অনেক এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। সেখানে ১৬ লাখ ৮১ হাজার ৪১৮ জনের মধ্যে এ রোগ শনাক্ত হয়েছে, মৃতের সংখ্যা ৯৯ হাজার ছুঁইছুঁই।

আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। সেখানে ৩ লাখ ৯১ হাজার রোগী শনাক্ত হয়েছে; মারা গেছে ২৪ হাজার ৫১২ জন।

৩ লাখ ৭০ হাজার শনাক্ত রোগী নিয়ে আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় মৃতের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় কম, ৩ হাজার ৯৬৮ জন।

আক্রান্তের সংখ্যায় চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্য মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয় শীর্ষস্থানে। দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৬৬ হাজার ৫৯৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন ৩৭ হাজার ১৩০ জন।

মৃতের সংখ্যায় তৃতীয় স্থানে আছে ইতালি। সেখানে মোট ৩২ হাজার ৯৫৫ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ধরা পড়েছে দুই লাখ ৩০ হাজার ৫৫৫ জনের।