শুক্রবারের নামাজের জন্য মসজিদ খুলবে সৌদি আরব

করোনাভাইরাস ঠেকাতে জারি থাকা কড়া বিধিনিষেধ শিথিলের আওতায় শুক্রবারের নামাজের জন্য মসজিদ খুলে দিচ্ছে সৌদি আরব।

>>রয়টার্স
Published : 26 May 2020, 05:03 PM
Updated : 26 May 2020, 05:03 PM

দেশটির রাষ্ট্রীয় টিভি মঙ্গলবার টুইটারে একথা জানিয়েছে।

ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, শুক্রবারের জুমার নামাজের ২০ মিনিট আগে মসজিদ খোলার অনুমতি দেওয়া হবে এবং নামাজের ২০ মিনিট পর মসজিদ বন্ধ করতে হবে।

আরব নিউজ জানিয়েছে, মক্কা ছাড়া অন্য সব জায়গাতেই শুক্রবারের নামাজের জন্য মসজিদ খোলা হবে ৩১ মে থেকে জুন ২০ পর্যন্ত।

নামাজ আদায়ের সময় মুসল্লিদেরকে সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে এবং প্রত্যেককেই নিজ নিজ জায়নামাজও নিয়ে আসতে হবে।

খুতবা পাঠের জন্য সময় বরাদ্দ থাকবে ১৫ মিনিট। মসজিদে ঢোকা এবং বেরোনোর সময় যাতে কোনো জটলা বা ভিড় না হয় সেটি দেখভাল করবেন মসজিদের ইমাম। ১৫ বছরের কম বয়সীদের মসজিদে যাওয়া বারণ থাকবে।

সৌদি আরব কর্তৃপক্ষ সোমবার জানিয়েছিল, কড়াকড়ি শিথিল করা হবে তিন ধাপে। মক্কা ছাড়া অন্যান্য জায়গায় কারফিউও ২১ জুন থেকে শিথিল করা হবে।

তবে হজ এবং ওমরাহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে করোনাভাইরাসে বেশি বিপর্যস্ত হয়েছে সৌদি আরব। ঈদুল ফিতরের ছুটিতেও সৌদি আরবজুড়ে জারি ছিল পূর্ণ কারফিউ।

দেশটিতে এ পর্যন্ত ৭৪ হাজার ৭৯৫ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। প্রতিদিন সেখানে এখনো ২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে।