স্পেনে করোনাভাইরাসে মৃতদের জন্য ১০ দিনের শোক

করোনাভাইরাস মহামারীতে মারা যাওয়া প্রায় ৩০ হাজার মানুষকে শ্রদ্ধা জানাতে ১০ দিনের শোক ঘোষণা করেছে স্পেন সরকার।

>>রয়টার্স
Published : 26 May 2020, 04:12 PM
Updated : 26 May 2020, 04:12 PM

বুধবার থেকে দেশজুড়ে এ শোক পালন করা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন সরকারের মুখপাত্র মারিয়া জেসুস।

মন্ত্রিসভার এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে মারিয়া জানান, “শোক চলার সময়ে দেশের সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখা হবে। নৌবাহিনীর জাহাজেও পতাকা অর্ধনমিত থাকবে।”

মৃতদের স্মরণে রাষ্ট্রপ্রধানের সভাপতিত্ত্বে একটি সরকারি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ১০ দিনের এই শোকপালন।

করোনাভাইরাস মহামারীতে বিশ্বে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম।

ইউরোপের এই দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৬ হাজার ৮৩৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ।

সম্প্রতি স্পেনে করোনাভাইরাস পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত সপ্তাহে দেশটিতে এ ভাইরাসে দৈনিক মৃত্যু ১শ’র নিচে নেমে এসেছে।

ফলে ধীরে ধীরে লকডাউন থেকে বের হয়ে আসছে স্পেন। মাদ্রিদ এবং বার্সেলোনায় সোমবার থেকেই খুলেছে বিভিন্ন বার এবং রেস্টুরেন্ট। দীর্ঘদিন পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।