কোভিড-১৯: আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর এখন ব্রাজিল

করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় বিশ্বের দ্বিতীয় শীর্ষস্থানে উঠে এসেছে ব্রাজিল, মৃত্যুর সংখ্যায় লাতিন আমেরিকার দেশটির অবস্থান এখন ষষ্ঠ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2020, 05:56 AM
Updated : 24 May 2020, 06:04 AM

শুক্রবারই আক্রান্তের সংখ্যায় দেশটি রাশিয়াকে পেছনে ঠেলে করোনাভাইরাসের হট স্পট হিসেবে যুক্তরাষ্ট্রের ঠিক পরের স্থানে এসে দাঁড়িয়েছিল।

এরপর এক দিনে নতুন আরও ১৬ হাজার ৫০৮ জন রোগী শনাক্ত হওয়ায় ব্রাজিলে আক্রান্তের মোট সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে বলে শনিবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

১৬ লাখ ২২ হাজার ৬৭০ জন আক্রান্ত নিয়ে বিশ্বের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র; আর তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ৮৮২ জন।

ব্রাজিলে শনিবার পর্যন্ত আরও ৯৬৫ জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেছে।

মৃত্যুর সংখ্যায়ও বিশ্বে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এরপর যথাক্রমে যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও ফ্রান্সের পরই আছে ব্রাজিল।   

লাতিন আমেরিকার বৃহত্তম এই দেশটির নমুনা পরীক্ষায় সক্ষমতায় ঘাটতি থাকার কারণে আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি পরিসংখ্যান থেকে অনেক বেশি হবে বলে বিশ্বাস পর্যবেক্ষকদের।

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো প্রাদুর্ভাব মোকাবেলায় তার ভূমিকার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

তার সামাজিক দূরত্ব বিধিবিরোধী অবস্থানের কারণে এ পর্যন্ত ব্রাজিলের দুই জন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগে বাধ্য হয়েছেন।

কোভিড-১৯ চিকিৎসায় এখনো কার্যকর বলে প্রমাণ হয়নি, এমন ওষুধ ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন প্রেসিডেন্ট বোলসোনারো।