কোভিড-১৯: ফিলিস্তিনের গাজায় প্রথম মৃত্যু

লকডাউন শিথিল করার পরেরদিনই ফিলিস্তিনের গাজায় কোভিড-১৯ এ প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2020, 04:30 PM
Updated : 23 May 2020, 04:30 PM

শনিবার ফিলিস্তিনের এ অবরুদ্ধ ভূখণ্ডটিতে নতুন করোনাভাইরাস আক্রান্ত ৭৭ বছর বয়সী এক নারীর মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

এই নারী ১৯ মে মিশর থেকে গাজায় এসেছিলেন। তারপর থেকে কোয়ারেন্টিনে ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যগত জটিলতায়ও ভুগছিলেন তিনি; জানিয়েছে বিবিসি। 

দুই মাস ধরে লকডাউনে থাকার পর শুক্রবার জুমার নামাজের জন্য গাজায় বিধিনিষেধ শিথিল করা হয়। লকডাউন শিথিল করার পর রোজার ঈদকে সামনে রেখে মার্কেটগুলোতে প্রচুর লোক জড়ো হয়।

গাজায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে অন্তত ৫৫ জনে দাঁড়িয়েছে। লকডাউন শিথিল করায় আক্রান্তের সংখ্যায় বড় ধরনের উল্লম্ফন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা।