পারমাণবিক পরীক্ষা ‘করা নিয়ে আলোচনায়’ ট্রাম্প প্রশাসন

১৯৯২ সালের পর প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হবে কি না, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার তা নিয়ে আলোচনা করেছে বলে খবর হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2020, 11:49 AM
Updated : 23 May 2020, 11:49 AM

শুক্রবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঘটনার বিষয়ে জ্ঞাত দুইজন সাবেক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

রাশিয়া ও চীন কম শক্তিশালী পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন এমন অভিযোগ তোলার পর যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে বিষয়টি আলোচিত হয় বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

তবে বৈঠকে পারমাণবিক পরীক্ষা পরিচালনার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। বৈঠকে পারমাণবিক পরীক্ষা আবার শুরু করা এড়িয়ে রাশিয়া ও চীনের হুমকি মোকাবেলায় অন্যান্য ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।   

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।