রাশিয়ায় টানা চতুর্থ দিন ১০ হাজারের বেশি আক্রান্ত

রাশিয়ায় লাগাতার রেকর্ডহারে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ।প্রায় প্রতিদিনই দেশটিতে শনাক্ত হচ্ছে ১০ হাজারের বেশি রোগী।

>>রয়টার্স
Published : 6 May 2020, 05:47 PM
Updated : 6 May 2020, 05:47 PM

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৫৫৯ জন। এ নিয়ে রাশিয়ায় টানা চতুর্থদিন ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হল।

সব মিলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬৫,৯২৯ জনে। রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস রেসপন্স সেন্টার বুধবার এ তথ্য জানিয়েছে।

ক্রাইসিস সেন্টার গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ ৮৬ জনের মৃত্যুর তথ্যও জানিয়েছে। এ নিয়ে রাশিয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৭ জনে।

তবে করোনাভাইরাসে মৃতের দিকে থেকে যুক্তরাষ্ট্র, ইতালি এবং স্পেনের মতো দেশগুলোর তুলনায় রাশিয়ায় এখনো মৃত্যুহার কম।

দেশটিতে মার্চের শেষ দিক থেকে লকডাউন জারি রয়েছে। ৩০ এপ্রিল এর মেয়াদ শেষের পর দেশজুড়ে তা ১১ মে পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এই দিনগুলোতে বাড়িতে খুব কঠোরভাবে সেলফ-আইসোলেশনে থাকার জন্য অধিবাসীদেরকে আহ্বান জানিয়েছেন মস্কোর মেয়র।