যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ বন্ধ করছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।  

রয়টার্স
Published : 21 April 2020, 03:03 AM
Updated : 21 April 2020, 04:04 AM

সোমবার এক টুইটে তিনি বলেছেন, অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে একটি নির্বাহী আদেশে সই কর তে যাচ্ছেন তিনি।

করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের চাকরি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে যুক্তি দিয়েছেন ট্রাম্প।

এমন এক সময়ে ট্রাম্পের এ ঘোষণা এল, যখন নতুন করোনাভাইরাসের প্রকোপে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে।

বিশ্বে যুক্তরাষ্ট্রেই এ ভাইরাসে আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি মানুষ।

সোমবার এক দিনেই ২০ হাজার মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, আক্রান্তের মোট সংখ্যা ৭ লাখ ৭৪ হাজার ছাড়িয়ে গেছে।

এ পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশের মত যুক্তরাষ্ট্রের অর্থনীতিও কার্যত অচল হয়ে আছে। গতমাসে ২ কোটি ২০ লাখ মানুষ বেকার ভাতার জন্য আবেদন করেছে।