করোনাভাইরাস: ফ্রান্সে মৃত্যু ১০ হাজার ছাড়াল

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস মহামারীতে এবার ফ্রান্সেও মৃত্যু ১০ হাজার ছাড়াল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2020, 09:51 AM
Updated : 8 April 2020, 09:52 AM

বুধবার সকাল নাগাদ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে দেওয়া পরিসংখ্যানে ফ্রান্সে করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট রোগ কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ১০ হাজার ৩২৮ জনে দাঁড়িয়েছে বলে দেখা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় দেশটির হাসপাতালগুলোতে ৬০৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

নার্সিং হোমগুলোতে আরও ৮২০ মৃত্যু রেকর্ড করা হলেও গত কয়েক দিনে এদের মৃত্যু হয়ে থাকতে পারে আর একসঙ্গে এদের নাম তালিকায় ওঠানো হতে পারে বলে খবরে বলা হয়েছে।

গত ১৫ মার্চ থেকে লকডাউনে আছে ফ্রান্স। লকডাউন বিধি লঙ্ঘন করলে জরিমানার বিধানও রাখা হয়েছে।

মঙ্গলবার প্যারিসের কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাইরে বের হয়ে ব্যায়াম করার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করবে তারা।

পুলিশি পাহারা থাকা সত্ত্বেও সূর্যকরোজ্জ্বল আবহাওয়ার মধ্যে রোববার অনেক লোক পার্কে এসে দৌঁড়াদৌঁড়ি ও হাঁটাহাঁটি করার পর এ সিদ্ধান্তের দিকে যায় নগর কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে ফ্রান্সের সবচেয়ে ভাইরাস আক্রান্ত এলাকাগুলোর একটি প্যারিসের সেন্ট ডেনিশ পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

মঙ্গলবার সকাল নাগাদ দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ১০ হাজার ৭০ জন ছিল আর রোগ থেকে সুস্থ হওয়া লোকের সংখ্যা ছিল ১৯ হাজার ৫২৩ জন।