লকডাউনের মধ্যেই ফ্রান্সে ছুরি হামলা, নিহত ২

ফ্রান্সজুড়ে লকডাউন চলার মধ্যেই দক্ষিণাঞ্চলীয় শহর হোমো সুলিজেয়ে ছুরি হামলার এক ঘটনায় দুই জন নিহত ও চার জন জখম হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2020, 06:20 PM
Updated : 4 April 2020, 06:20 PM

শনিবার সকালে শহরের একটি বেকারির সামনে হামলার ঘটনাটি ঘটেছে বলে শহরের মেয়রের বরাতে জানিয়েছে বিবিসি। 

মেয়র ম্যারি হেলেন থোরাভাল জানান, ক্রেতারা লাইনে দাঁড়িয়ে থাকার সময় হামলার ঘটনাটি ঘটে, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের গ্রেনোবল এলাকার কাছে হামলাকারী এক তামাক বিক্রেতার দোকানে প্রবেশ করে দোকান মালিককে ও এক ক্রেতাকে ছুরিকাঘাত করে। তারপর নিকটবর্তী কসাইয়ের দোকানে গিয়ে আরও কয়েকজনের ওপর হামলা চালায়। 

সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করার কথা নিশ্চিত করেছে পুলিশ। হামলার উদ্দেশ্য পরিষ্কার নয় বলে জানিয়েছে তারা। 

ফ্রান্সের সন্ত্রাসবাদবিরোধী পুলিশ ঘটনার তদন্তের দায়িত্ব তুলে না নিলেও তারা ঘটনা পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।

ফ্রান্সের গণমাধ্যমের তথ্যানুযায়ী, সন্দেহভাজন হামলাকারীর বয়স ৩৩ বছর এবং তার জন্ম সুদানে বলে পুলিশকে সে জানিয়েছে।

পুলিশ বা গোয়েন্দা বিভাগ তাকে আগে থেকে চিনতো না বলে স্থানীয় নিউজ ওয়েবসাইট ফঁস ব্লু-র প্রতিবেদনে বলা হয়েছে।

আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।

এক টুইটে এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ঘটনার পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্তোফ ক্যাস্তেনার শনিবারই হোমো সুলিজেয়ে যাবেন বলে জানা গেছে।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীর কারণে ফ্রান্সজুড়ে লকডাউন চলছে। শুধু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও ব্যায়াম করার জন্য বাড়ির বাইরে যাওয়ার অনুমতি আছে।      

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, ফ্রান্সে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৩১ জন, মৃতের সংখ্যা ছয় হাজার ৫২১ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৩৮ জন।