লকডাউনের মধ্যে স্পেনে রেকর্ড বেকারত্ব

স্পেনে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কঠোর পদক্ষেপ নেওয়া থেকে এ পর্যন্ত প্রায় ৯ লাখ মানুষ কর্মহীন হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2020, 01:11 PM
Updated : 2 April 2020, 01:11 PM

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটির অর্থনীতিতে কোপ পড়ার এটি আরেকটি লক্ষণ।

মার্চ মাসেই স্পেনে বেকারত্বের সংখ্যা এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশিতে দাঁড়িয়েছে। ইউরোজোনেও স্পেনে কর্মহীনের সংখ্যা এখন সর্বোচ্চে।

বিবিসি জানায়, মার্চের মাঝামাঝি সময় থেকেই স্পেনে লকডাউন চলছে। বন্ধ রয়েছে বেশির ভাগ ব্যবসা-বাণিজ্য। তারপরও দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়তে থাকার পাশাপাশি অর্থনীতিও বিপর্যস্ত হচ্ছে।

পরিসংখ্যানে দেখা গেছে, স্পেনে লকডাউনের শুরু থেকে ৮৯৮,৮২২ মানুষ চাকরি হারিয়েছে। এর মধ্যে আছে প্রায় ৫৫০,০০০ অস্থায়ী কর্মী।

সরকারি হিসাবে স্পেনে বেকারত্বের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লাখ। অর্থাৎ, একমাসেই বেকরত্বের হার ৯ শতাংশের বেশি বেড়েছে। ২০১৭ সালের এপ্রিল থেকে এ সংখ্যা সর্বোচ্চ।

স্পেনের শ্রমমন্ত্রী ইয়োলান্ডা দিয়াজ এক সংবাদ সম্মেলনে এ পরিস্থিতি কে ‘একেবারেই নজিরবিহীন’ আখ্যা দিয়েছেন।

লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পর্যটন এবং নির্মাণ খাত।