স্পেনে মৃত্যু বাড়ছেই, ইউরোপে মৃত্যু ৩০ হাজার ছাড়াল

নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত স্পেনে আবারো একদিনে রেকর্ড ৮৬৪ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2020, 11:27 AM
Updated : 1 April 2020, 02:17 PM

স্পেন এবং ইতালিতে তিন-চতুর্থাংশের বেশি মানুষের মৃত্যু নিয়ে গোটা ইউরোপে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।

ইউরোপে করোনাভাইরাসে আক্রান্ত চার লাখ ৫৮ হাজার ৬০১ জনের মধ্যে মারা গেছে মোট ৩০ হাজার ৬৩ জন। ফলে দেখা যাচ্ছে, কোভিড-১৯ এ নাজেহাল হচ্ছে ইউরোপ।

সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড গড়েছে ইতালি। সেখানে মারা গেছে ১২ হাজার ৪২৮ জন। স্পেনে মারা গেছে ৯ হাজার ৫৩ জন। আর ফ্রান্সে ৩ হাজার ৫২৩।

যুক্তরাষ্ট্র জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী তাদের দেশে করোনাভাইরাসে ৪ হাজার ৭৬ জনের মৃত্যুর ঘোষণা দেওয়ার কয়েকঘণ্টা পর ইউরোপে এ ভাইরাসে মৃত ৩০ হাজার ছাড়ানোর সর্বশেষ এ খবর জানিয়েছে বিবিসি।

এক মাস আগে যেখানে যুক্তরাষ্ট্রে রোগী ছিলই না, সেখানে এখন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৮ হাজার ৬৯৩।

আর বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ৪২ হাজার পেরিয়ে গেছে। আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৮ লাখ।