চীনে দাবানলে দমকল কর্মীসহ ১৯ জন নিহত

চীনের সিচুয়ান প্রদেশে দাবানলের বিরুদ্ধে লড়াইরত ১৮ দমকল কর্মী ও তাদের এক পথপ্রদর্শক নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2020, 10:25 AM
Updated : 31 March 2020, 10:25 AM

মঙ্গলবার ভোরে তাদের মৃত্যু হয় বলে চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। 

দমকল কর্মীদের ওই দলটি হঠাৎ বাতাসের দিক পরিবর্তনের কারণে আটকা পড়ে যায় বলে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে। 

দাবানল সিচুয়ানের লিয়াংশান বিভাগের এক হাজার হেক্টরজুড়ে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ও স্থানীয়দের উদ্ধার করতে ওই এলাকায় দুই হাজার দমকল ও উদ্ধার কর্মী পাঠানো হয়েছে। তারা এ পর্যন্ত ১২০০ লোককে সরিয়ে নিয়েছেন। 

সোমবার স্থানীয় একটি খামারে আগুনের সূত্রপাত্র হয়। প্রবল বাতাসে রাতের মধ্যেই আগুন দ্রুত নিকটবর্তী পর্বতাঞ্চলে ছড়িয়ে পড়ে।

যে দমকল কর্মীদের মৃত্যু হয়েছে তারা ২২ জনের একটি দলে ছিলেন। এদের মধ্যে স্থানীয় একজন খামার কর্মীও ছিলেন। তিনি দলটির পথপ্রদর্শক হিসেবে কাজ করছিলেন।

দলটির তিন জনকে জীবিত অবস্থায় পাওয়ার পর তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টাস জানায়, নিকটবর্তী শহর শিচ্যাং ঘন ধোঁয়ায় ঢাকা পড়ছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। শহরের একটি এলপিজি স্টোরেজ স্টেশন, দুটি পেট্রল পাম্প, চারটি স্কুল ও শহরের সবচেয়ে বড় ডিপার্টমেন্ট স্টোরটি দাবানলের কবলে পড়ার ঝুঁকিতে আছে বলে শিচ্যাং নগর কর্তৃপক্ষ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্টে জানিয়েছে।

প্রাদেশিক রাজধানী চেংদুর ৩৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের এই শহরটিতে ছয় লাখ ৯০ হাজার লোক বসবাস করে।

প্রায় এক বছর আগে লিয়াংশান বিভাগের আরেকটি এলাকায় দাবানলে ৩০ দমকল কর্মীর মৃত্যু হয়েছিল।