লকডাউনের মধ্যেই ভ্যানগগের চিত্রকর্ম চুরি

বিশ্বখ্যাত ওলন্দাজ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যানগগের একটি চিত্রকর্ম চুরি গেছে। নেদারল্যান্ডসের সিংগার লরেন জাদুঘর থেকে রোববার রাতে এ চিত্রকর্ম চুরি হয়।

>>রয়টার্স
Published : 30 March 2020, 05:49 PM
Updated : 30 March 2020, 06:24 PM

জাদুঘরের পরিচালক সোমবার একথা জানিয়েছেন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে জাদুঘরটি বন্ধ থাকার মধ্যেই চোরেরা ভ্যানগগের ‘স্প্রিং গার্ডেন’ নামের এ চিত্রকর্ম চুরি করেছে।

১৮৮৪ সালের এ চিত্রকর্মটিতে লাল রঙের ফুল ও গাছ-গাছালিতে ছাওয়া একটি বাগানে এক নারীর ছবি আঁকা রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে আছে একটি গির্জা।

শিল্পকর্মটি অন্য একটি জাদুঘর থেকে ধার করে এনে সেখানে রাখা হয়েছিল। চোরেরা স্থানীয় সময় রাত সোয়া তিনটার দিকে জাদুঘর ভবনের সামনের কাচের দরজা ভেঙে ভেতরে ঢুকে ছবিটি চুরি করেছে বলে জানিয়েছে পুলিশ।

সতর্কসংকেত বাজতে শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চোরেরা চম্পট দেয়। তদন্তকারীরা ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের খুঁজে বের করার চেষ্টা করছেন এবং ফরেনসিক প্রমাণ খতিয়ে দেখছেন।

সিংগার লরেন জাদুঘরের পরিচালক জান রুডলফ ডি লরম ইউটিউবে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেছেন, “এটি চুরি যাওয়ায় আমি মর্মাহত।”