ভারতে করোনাভাইস আক্রান্ত ১০০০ পার, মৃত ২৭

ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০০০ পেরিয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১০৩ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ জনের। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2020, 05:01 PM
Updated : 29 March 2020, 05:57 PM

রোববার আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০২৪। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে সংক্রমিত হয়েছে মোট ১৮৬ জন। রোববার নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছে।

মহারাষ্ট্রের পরই রয়েছে কেরালা। সেখানে ১৮২ জন সংক্রমিত হয়েছে। তৃতীয় স্থানে থাকলেও, কর্নাটকে এখনও সংখ্যাটা দুই অঙ্কে আছে। রোববার নতুন করে ১৫ জন আক্রান্ত হওয়ায় সংখ্যা বেড়ে হয়েছে ৭৬।

মৃত্যুর হিসাবেও ভারতে মহারাষ্ট্রই প্রথম। এখনও পর্যন্ত সেখানে ৬ জনের মৃত্যু হয়েছে। তার পরেই রয়েছে গুজরাট এবং কর্নাটক। ৫ জনের মৃত্যু হয়েছে গুজরাটে। কর্নাটকে মৃত্যু হয়েছে ৩ জনের।

দিল্লি, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পাঞ্জাব, কেরালা, জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ ও বিহার থেকেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। তবে করোনাভাইরাস মোকাবেলা করে সুস্থও হয়ে উঠছেন অনেকে। ৯৬ জন সুস্থ হয়ে উঠেছেন।