দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে প্রথম মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে প্রথম দুইজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা এক হাজার পেরিয়েছে। এ পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউনের পদক্ষেপ নিয়েছে দেশটি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2020, 12:56 PM
Updated : 27 March 2020, 12:56 PM

মধ্যরাত থেকেই শুরু হয়েছে এ লকডাউন। আর শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই দক্ষিণ আফ্রিকাবাসী কোভিড-১৯ এ প্রথম মৃত্যুর এই দুঃসংবাদ শুনেছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রণালয়।

বিবিসি জানায়, দক্ষিণাঞ্চলীয় ওয়েস্টার্ন কেপ প্রদেশের হাসপাতালে ওই দুই রোগীর মৃত্যু হয়েছে। নিরাপত্তা বাহিনী ভাইরাসের বিস্তার ঠেকানোর চেষ্টায় তিন-সপ্তাহের লকডাউন শুরু করেছে।

অপরিহার্য জিনিস আনা-নেওয়া ছাড়া মানুষের আর কোনোরকম চলাচল নিষিদ্ধ রয়েছে। পুলিশ এবং সেনা রাস্তায় নেমে কাজ করছে। দেশটিতে এরই মধ্যে সব স্কুল বন্ধ হয়েছে এবং ১শ’ জনের বেশি মানুষের জমায়েতও নিষিদ্ধ হয়েছে।