করোনাভাইরাসে মৃত্যু ১ হাজার পেরোনো পঞ্চম দেশ ফ্রান্স

ফ্রান্সে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ছড়িয়েছে। বিশ্বে মৃত্যুর এই মিছিলে ১ হাজার পার করা পঞ্চম দেশে পরিণত হল ফ্রান্স।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 03:12 PM
Updated : 25 March 2020, 03:12 PM

ফ্রান্সের স্বাস্থ্য বিষয়ক প্রধান মঙ্গলবার করোনাভাইরাসে নতুন ২৪০ জনের মৃত্যু খবর জানান। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১শ জনে।

চীন, ইতালি, ইরান এবং স্পেনের পর ফ্রান্সও এবার মৃতের সংখ্যা এক হাজার পার করল।

তবে এ সংখ্যা কেবল সরকারি হাসপাতালগুলোতে মৃত্যুর হিসাবে। বৃদ্ধাশ্রমে মৃত্যু এখানে ধরা হয়নি। বৃদ্ধাশ্রম থকেও একাধিক মৃত্যুর খবর আসছে।

মৃতের সংখ্যার পাশাপাশি আক্রান্তও লাফিয়ে বাড়ছে ফ্রান্সে। আক্রান্ত হয়েছে ২২ হাজার ৩শ’ জন। ২৪ ঘণ্টায় আক্রান্তের হার বেড়েছে ১২ শতাংশ। মঙ্গলবার দেশটি মৃতের সংখ্যা হাজার ছাড়ানোর খবর জানায়।

এ পরিস্থিতিতে ফ্রান্স সরকার দেশজুড়ে লকডাউন বাড়িয়ে অন্তত ছয় সপ্তাহ করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত সপ্তাহে প্রাথমিকভাবে ১৫ দিনের লকডাউনের পদক্ষেপ নিয়েছিল দেশটি।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী এক ব্রিফিংয়ে বলেছেন, লকডাউন কখন শেষ হবে সে ব্যাপারে এখন তিনি কিছু বলতে পারছেন না।

বিজ্ঞান পরিষদের পরামর্শ সরকার আমলে নিলে দেশজুড়ে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞান পরিষদ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে করোনাভাইরাস সংকটে পরামর্শ দিয়ে আসছে।

এক বিবৃতিতে পরিষদটি বলেছে, “এ মুহূর্তে লকডাউনই করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে একমাত্র কার্যকরী পন্থা। ফলে এটিই এখন কঠোরভাবে পালন করা প্রয়োজন।”