‘চাদের ৯২ সেনাকে হত্যা করেছে বোকো হারাম জঙ্গিরা’

বোকো হারাম জঙ্গিরা চাদের ৯২ সেনাকে হত্যা করেছে। হামলায় আহত হয়েছে আরো ৪৭ জন।

>>রয়টার্স
Published : 25 March 2020, 11:32 AM
Updated : 25 March 2020, 11:32 AM

চাদের সেনাবাহিনীর ওপর নাইজেরিয়ার বোকো হারাম জঙ্গিদের এটিই সবচেয়ে প্রণঘাতী হামলা বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি।

দেশের পশ্চিমাঞ্চলীয় লেক চাদ জলাভূমির বোমা দ্বীপে সোমবার সেনাদের ওপর হামলা চালায় বোকো হারাম জঙ্গিরা। ওই এলাকায় বছরের পর বছর ধরে চাদ, নাইজেরিয়া এবং নাইজারের সেনারা জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে।

মঙ্গলবার এলাকাটি পরিদর্শনে গিয়ে চাদের প্রেসিডেন্ট ডেবি বলেন, “আমি অনেক অভিযানে অংশ নিয়েছি… কিন্তু একই সময়ে আমাদের এতগুলো মানুষের প্রাণহানির কোনো ইতিহাস নেই।”

১৯৯০ সাল থেকে চাদের শাসনক্ষমতায় আছেন ইদ্রিস ডেবি। এ সময়ের মধ্যে বেশ কয়েকবার বিদ্রোহী হামলা এবং অভ্যুত্থান থেকে বেঁচে গেছেন তিনি।

২০০৯ সালে নাইজেরিয়ায় উত্তরপূর্বাঞ্চলে শুরু হওয়া জঙ্গি গোষ্ঠী বোকো হারামের তৎপরতায় এ পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং ২০ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।