কাবুলে শিখ গুরুদুয়ারায় বন্দুকধারীদের হামলায় নিহত ৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখদের একটি গুরুদুয়ারায় অজ্ঞাত বন্দুকধারীরা আত্মঘাতী বোমা ও বন্দুক হামলা চালিয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 06:17 AM
Updated : 25 March 2020, 06:25 AM

বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে হামলাটি শুরু হয় বলে মন্ত্রণালয়টির মুখপাত্র তারিক আরিয়ান সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় জানিয়েছেন।

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী কাবুলের পুরনো অংশে অবস্থিত ওই গুরুদুয়ারাটি ঘিরে রেখে হামলা প্রতিরোধ করার চেষ্টা করছে বলে আরিয়ানের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

এ হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন বলে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

আফগানিস্তান পার্লামেন্টের সংখ্যালঘু প্রতিনিধি নারিন্দ্র সিং খালসা জানিয়েছেন, হামলা শুরু হওয়ার সময় তিনি গুরুদুয়ারার কাছেই ছিলেন এবং দৌঁড়ে সেদিকে যান।

অন্তত চার জন নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি চলছিল। কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

চলতি মাসের প্রথমদিকে কাবুলে শিয়া মুসলিমদের এক অনুষ্ঠানে হামলা চালিয়েছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) । ওই হামলায় ৩২ জন নিহত হয়েছিল।