কভিড-১৯: ভ্যাকসিন তৈরির দাবি জাপানি গবেষকদের

বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের প্রাণহানি রুখতে একটি ভ্যাকসিন তৈরির দাবি করেছে একটি জাপানি কোম্পানি, যা এখন প্রাণীর ওপর পরীক্ষা করবে তারা।

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2020, 12:19 PM
Updated : 25 March 2020, 03:53 PM

ওসাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের অন্যতম ঔষধ প্রস্তুতকারক কোম্পানি অ্যানজেসের যৌথ উদ্যেগে এ টিকা তৈরি হয়েছে বলে মঙ্গলবার অ্যানজেসের এক বিবৃতিতে জানানো হয়েছে।

ওসাকার ওই কোম্পানি জানিয়েছে, তাদের ডিএনএ ভ্যাকসিন তৈরির কাজ শেষ হয়েছে এবং তা শিগগিরই প্রাণীর ওপর পরীক্ষা করা শুরু হবে।

কভিড-১৯ সৃষ্টিকারী ভাইরাসটি আরএনএ (রাইবো নিউক্লিক এসিড) ভাইরাস। তবে অ্যানজেস বলছে, তাদের তৈরি করা ডিএনএভিত্তিক ভ্যাকসিন করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করে দেয়। এছাড়া প্রোটিনভিত্তিক ভ্যাকসিনের চেয়ে এটা দ্রুত উতৎপাদন করা সম্ভব।

জাপানের প্রভাবশালী ঔষধ কোম্পানি তাকারা এই ভ্যাকসিন বাজারজাত করার দায়িত্ব নিয়েছে।