যুক্তরাজ্যেও করোনাভাইরাস মোকাবেলায় সেনাবাহিনী

নভেল করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যও সেনাবাহিনীর সহায়তা নিচ্ছে।

>>রয়টার্স
Published : 23 March 2020, 05:16 PM
Updated : 23 March 2020, 05:16 PM

সোমবার হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতে সেনা পাঠানো হয়েছে।

যেসব হাসপাতালে চিকিৎসা সরঞ্জামের ঘাটতি আছে সেখানে স্বাস্থ্যকর্মীদেরকে মাস্কসহ অন্যান্য পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ করবে সেনা সদস্যরা।

একইসঙ্গে মানুষজনকে ঘরে থাকা এবং সতর্কতামূলক নির্দেশনাগুলো মেনে চলতে বলা হয়েছে। অন্যথায় সরকার করোনাভাইরাস রোধে আরো কঠোর পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।

যুক্তরাজ্যে গত কয়েকদিনে করোনাভাইরাসে মারা গেছে ২৮১ জন। এরপরই কর্তৃপক্ষ ভাইরাসটির বিস্তার রোধের চেষ্টায় দ্রুত জোরাল পদক্ষেপ নিল।

দেশটির সামনের সারির অনেক চিকিৎসক এরই মধ্যে কিটের অভাব থাকা এবং সুরক্ষা সরঞ্জামের অভাবের কারণে কাজের ক্ষেত্রে অনিরাপদ বোধ করার অভিযোগ করেছেন।

প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে লেখা চিঠিতে পিপিই সরবরাহ বাড়ানোর আবেদন জানিয়েছেন ৬ হাজারেরও বেশি চিকিৎসক।

এর পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এ সমস্যার কথা স্বীকার করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, সেনাবাহিনীর সদস্যরা সারা দিন রাত ট্রাক চালিয়ে চিকিৎসা সরঞ্জাম স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছে দেবে।

বিবিসি তে তিনি বলেন, “এটা অনেকটা যুদ্ধ অবস্থার মত। ভাইরাসের বিরুদ্ধে এ যুদ্ধ। আর সে কারণেই সেনাবাহিনী সর্বোতভাবে ওই সমস্ত জিনিস পৌঁছে দিতে সহায়তা করবে যাতে করে সামনের সারিতে থাকা যোদ্ধারা তাদের সুরক্ষায় তা পেতে পারে।”