করোনাভাইরাস: ইন্দোনেশিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

করোনাভাইরাসের কারণে আগামী দুই সপ্তাহের জন্য ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর।

>>রয়টার্স
Published : 20 March 2020, 01:53 PM
Updated : 20 March 2020, 03:32 PM

শুক্রবার এ জরুরি অবস্থা ঘোষণা করে গভর্নর আনিস বাসুয়েদান বলেছেন, বার, সিনেমাহলসহ জনবিনোদোনমূলক সবকিছুই সোমবার থেকে বন্ধ থাকবে।

গণপরিবহন চলাচলও সীমিত রাখা হবে। তিনি বিভিন্ন কোম্পানিকে তাদের কর্মীদের বাসা থেকেই কাজের ব্যবস্থা করার আহ্বান জানান।

গভর্নর আরো বলেন, “জাকার্তায় আমাদের মেডিকেল টীম অনেক বেশি সংখ্যক করোনাভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসা করছে। আমাদের চিকিৎসা দেওয়ার ক্ষমতা সীমিত। যত মানুষ আক্রান্ত হচ্ছে সে অনুপাতে আমাদের পর্যাপ্ত হাসপাতাল নেই এবং কর্মীও নেই।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবমতে, শুক্রবার নাগাদ ইন্দোনেশিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৯ জনে এবং মারা গেছে ৩২ জন।

১ কোটি বাসিন্দার শহর জাকার্তায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছে ২১৫ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের।

জরুরি এ পরিস্থিতিতে জাকার্তায় যারা দিনমজুরি করেন তাদেরকে দৈনিক মজুরি দেওয়া হবে বলে জানিয়েছেন গভর্নর বাসুয়েদান।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জাকার্তায় শুক্রবারের জুমার নামাজ ও অন্যান্য ধর্মীয় জমায়েতও দু’সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে।