ক্যালিফোর্নিয়ায় ‘বাড়িতে থাকার’ নির্দেশ জারি

নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়া জুড়ে বাসিন্দাদের বাড়িতে থাকার (‘স্টে এট হোম’) নির্দেশ জারি করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2020, 11:07 AM
Updated : 20 March 2020, 11:07 AM

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন,এ বিশ্ব মহামারীর সময় বাসিন্দাদের কেবল প্রয়োজন হলেই বাড়ি থেকে বের হওয়া উচিত,নতুবা নয়।

বিবিসি জানায়, এর আগে ক্যালিফোর্নিয়ার গভর্নর একটি আনুমানিক হিসাব দিয়ে বলেছিলেন, আগামী দুই মাসেই অঙ্গরাজ্যটির চার কোটি বাসিন্দার অর্ধেকেরও বেশি কোভিড-১৯ সংক্রমিত হতে পারে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ১৪ হাজার জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২০৫ জন।

গভর্নর নিউসম বৃহস্পতিবার সন্ধ্যায় বলেছেন,“এমন একটি সময় যাচ্ছে যখন আমাদের কঠিন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।আমাদের বাস্তবতাকে স্বীকার করে নিতে হবে।”

গভর্নরের জারি করা নির্দেশের আওতায় ক্যালিফোর্নিয়াবাসীরা কেবল জরুরি কোনো পণ্য বা ওষুধ কিনতে, কুকুরকে হাঁটানো বা ব্যায়াম করার জন্য বাড়ি থেকে বের হতে পারবেন। তবে লোকজনের সঙ্গে মেলামেশা করতে পারবেন না।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ওষুধের দোকান, ব্যাংক ও পেট্রল স্টেশনও খোলা থাকবে। গভর্নর জানিয়েছেন, অঙ্গরাজ্যের কোনো কোনো এলাকায় প্রতি চার দিনে আক্রান্তের হার দ্বিগুণ হতে দেখা যাচ্ছে।

ক্যালিফোর্নিয়ার প্রায় অর্ধেক বাসিন্দা এরই মধ্যে এ কড়াকড়ির মধ্যেই অবস্থান করছেন। এর মধ্যে সান ফ্রান্সিসকো শহরও আছে।