করোনাভাইরাস: জি-৭ বৈঠক বাতিল করলেন ট্রাম্প

বিশ্ব মহামারী করোনাভাইরাসের কারণে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর নেতাদের সঙ্গে বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

>>রয়টার্স
Published : 20 March 2020, 10:20 AM
Updated : 20 March 2020, 10:20 AM

চলতি বছর জুনে যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে এ বৈঠক হওয়ার কথা ছিল।এখন বৈঠকের পরিবর্তে জি-৭ নেতাদের সঙ্গে ট্রাম্প ভিডিও কনফারেন্স করবেন বলে বৃহস্পতিবার জানিয়েছে হোয়াইট হাউজ।

করোনাভাইরাস সংক্রমণ রোধে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ তাদের সীমান্ত বন্ধ করে দিচ্ছে, ভ্রমণ নিষিদ্ধ করছে। এ পরিস্থিতির প্রেক্ষাপটেই হোয়াইট হাউজ এমন সিদ্ধান্ত জানাল।

এ সপ্তাহের শুরুতেই ট্রাম্প বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন। এবার এপ্রিল, মে এবং জুন মাসেও তিনি আবার এই ভিডিও কনফারেন্স করারই পরিকল্পনা করলেন। যে সময়টিতে মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে জি-৭ নেতাদের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের কথা ছিল ট্রাম্পের।

সে জায়গায় এখন ভিডিও-টেলিকনফারেন্সের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের কথা এরই মধ্যে সব নেতাকে জানানো হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা এবং ট্রাম্পে জি-৭ ‘শেরপা’ ল্যারি কুডলো।