করোনাভাইরাসে আক্রান্ত মোনাকোর প্রিন্স আলবার্ট

ভূমধ্যসাগর তীরবর্তী ইউরোপে দেশ মোনাকোর প্রিন্স আলবার্টের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে বলে তার কার্যালয় নিশ্চিত করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2020, 06:04 AM
Updated : 20 March 2020, 06:04 AM

কভিড-১৯ এ আক্রান্ত হলেও আলবার্টের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ নেই, বলেছে তারা।

“প্রিন্স আলবার্ট তার ব্যক্তিগত অ্যাপার্টমেন্টের দপ্তর থেকে কাজ চালিয়ে যাচ্ছেন,” বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে এমনটাই বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কার্যালয় জানিয়েছে, ৬২ বছর বয়সী প্রিন্স আলবার্ট মন্ত্রিসভার সদস্য, সরকার ও তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগও রাখছেন।

কয়েক শতকের পুরনো হাউস অব গ্রিমাল্ডির এখনকার প্রধান আলবার্ট মোনাকোর সাবেক প্রিন্স রেইনার থ্রি ও অভিনেত্রী গ্রেস কেলির সন্তান।

বাবার মৃত্যুর পর ২০০৫ সালে আলবার্ট সিংহাসনে বসেন। ২০১১ সালে তিনি দক্ষিণ আফ্রিকার সাঁতারু চার্লেন উইটস্টককে বিয়ে করেন। তিন বছর পর এ দম্পতি যমজ দুই সন্তানের পিতা-মাতা হন।

ডিসেম্বরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিভিন্ন দেশের রাজনৈতিক ও বিনোদন অঙ্গনেও হানা দিয়েছে।

আলবার্টের আগে বৃহস্পতিবার ব্রেক্সিট সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের প্রধান মধ্যস্থতাকারী মাইকেল ব্রেইনারও নিজের দেহে করোনাভাইরাসের উপস্থিতির খবর নিশ্চিত করেন।

অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস, তার স্ত্রী অভিনেত্রী রিটা উইলসন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রীর দেহেও প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়েছিল।