হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা

একজন সন্দেহভাজন করোনাভাইরাস রোগী ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালের আট তলার আইসোলেশন ওয়ার্ড থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2020, 09:04 AM
Updated : 19 March 2020, 09:04 AM

বুধবার স্থানীয় সময় রাত ৯টায় সন্দেহভাজন করোনাভাইরাস রোগী হিসেবে তাকে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

৩৫ বছর বয়সী ওই ব্যক্তি অস্ট্রেলিয়ার সিডনি থেকে ভারতে ফিরেছিলেন। মাথাব্যথা করছে জানানোর পর তাকে হাসপাতালে পাঠায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। হাসপাতালে আনার পর তাৎক্ষণিকভাবে তাকে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

তার শরীর থেকে নমুনা নিয়ে সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু পরীক্ষার প্রতিবেদনে আসার আগেই তিনি ওয়ার্ডের জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরীক্ষার প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছিল।

গত এক বছর ধরে তিনি সিডনিতে ছিলেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, ভারতে করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা ১৬৯ জন; এ পর্যন্ত তিন জন রোগীর মৃত্যু হয়েছে এবং ১৪ জন রোগ মুক্ত হয়েছেন।