মক্কা-মদিনা বাদে সৌদির সব মসজিদে নামাজ বন্ধ

নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদ বাদে সৌদি আরবের অন্য সব মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ করা হচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2020, 06:10 PM
Updated : 20 March 2020, 12:05 PM

সৌদি আরবের জ্যেষ্ঠ আলেমদের কাউন্সিল মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে।  

এখন মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নবাবীতেই শুধু জামাতে নামাজ আদায় হবে।

রিয়াদে কাউন্সিলের ওই বিশেষ অধিবেশনে সিদ্ধান্ত হয়, নামাজ বন্ধ থাকলেও সব মসজিদ থেকে আগের মতোই আযান দেওয়া হবে।

সৌদি গেজেট লিখেছে, ইসলামসী শরীয়া অনুযায়ী সম্ভাব্য ক্ষতি কমাতে মসজিদে জুমাসহ সব ধরনের নামাজের জামাত বন্ধ রাখার সুযোগ আছে।

যেহেতু করোনাভাইরাস অতি সংক্রামক, এবং যে কোনো ধরনের জমায়েত এই ভাইরাসের জন্য বড় ঝুঁকি তৈরি করে সেহেতু কাউন্সিল মসজিদ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে পত্রিকাটি জানিয়েছে।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে ইতোমধ্যে সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং দেড়শর বেশি দেশে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯০ হাজারের বেশি মানুষ।