‘উহান শেক’ না ‘এলবো বাম্প’?

করমর্দন, আলিঙ্গন, চুম্বন- সবকিছুতেই ‘না’, এখন যে নভেল করোনাভাইরাসের দিন!

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2020, 05:59 AM
Updated : 5 March 2020, 05:59 AM

প্রাণঘাতী এ ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্কের মধ্যে কুশল বিনিময়ের নতুন দুই তরিকা আলোচনার জন্ম দিয়েছে।

চীনের যে নগরী থেকে নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের সূচনা, সেই উহানে পায়ে পা ছুঁইয়ে সম্ভাষণ জানানোর এক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। পদমিলনের এ তরিকাকে বলা হচ্ছে ‘উহান শেক’।

এদিকে পশ্চিমে কনুইয়ে কনুই ঠুকে হাত মেলানোর কাজ সারছেন কেউ কেউ। এর নাম দেওয়া হয়েছে ‘এলবো বাম্প’।

 

নভেল করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এর কোনো টিকা বা ভ্যাকসিন এখনো তৈরি হয়নি। ফলে আপাতত নিরাপদ থাকার একমাত্র উপায় হল, কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা।

নতুন করোনাভাইরাস যেহেতু ছেঁয়াচে রোগ, সেহেতু নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার পাশাপাশি ও কাশি শিষ্টাচার (নাক-মুখ আড়াল করে) মেনে চলা এবং করমর্দন, কোলাকুলির মত আচার আপাতত এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।