দিল্লিতে সহিংসতার নিশানা মুসলিমরা: মার্কিন কমিশনের অভিযোগ

দিল্লিতে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) নিয়ে ছড়িয়ে পড়া সংঘর্ষে বেছে বেছে মুসলিমদের উপর হামলা চালানো হচ্ছে। সব দেখেও সরকার নীরব বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশন (ইউএসসিআইআরএফ)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2020, 03:59 PM
Updated : 27 Feb 2020, 03:59 PM

ভারত সফরে থাকাকালে দিল্লির পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কোনো মন্তব্য না করলেও তিনি ফিরে যাওয়ার পরই গোটা ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে এ অভিযোগ তুলল ইউএসসিআইআরএফ।

এনডিটিভি জানিয়েছে, মার্কিন কমিশন বলেছে, “মুসলিমদের ওপর আঘাতের আবহে ভারত সরকারের উচিত ধর্মের ঊর্ধ্বে উঠে তাদের সুরক্ষার ব্যবস্থা করা।”

তাছাড়া, সহিংসতা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক এ কমিশন । কমিশনের মতে, নৃশংস এবং লাগামছাড়া সহিংসতা ঠেকিয়ে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে।

তবে মার্কিন কমিশনের এমন অভিযোগ খারিজ করে‘দায়িত্বজ্ঞানহীন মন্তব্য’ করা থেকে বিরত থাকতে বলেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়। দিল্লির পরিস্থিতি নিয়ে দেশের ভেতরেও কেন্দ্রীয় সরকার এরই মধ্যে সমালোচনার শিকার হচ্ছে।

তবে মার্কিন কমিশনের মন্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার টুইটারে বলেছেন, ‘‘ইউএসসিআইআরএফ এর অভিযোগ সঠিক নয়, বিভ্রান্তিমূলক। বিষয়টির রাজনীতিকরণই তাদের উদ্দেশ্য বলে মনে হচ্ছে। সহিংসতা ঠেকিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে কাজ করছে আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা আমাদের সব সংস্থা। সরকারের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা বিষয়টি দেখভাল করছেন। প্রধানমন্ত্রী শান্তি এবং ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এমন সংবেদনশীল সময়ে দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য না করার অনুরোধ জানাচ্ছি।’’