করোনাভাইরাস: বন্ধ হল জাপানের সব স্কুল

নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় বন্ধ হয়েছে জাপানের সব স্কুল। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘোষণা দিয়েছেন।

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2020, 11:49 AM
Updated : 27 Feb 2020, 11:49 AM

সাময়িক বন্ধ হওয়া এইসব স্কুল খুলবে আগামী এপ্রিলে। প্রায় ৯ শতাধিক জাপানি করোনাভাইরাস কভিড-১৯ আক্রান্ত হওয়ার পর দেশ জুড়ে সর্তকতা জারি হয়েছে।

দিনের শুরুতে উত্তরের প্রদেশ হোক্কাইডোর স্থানীয় প্রশাসন সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ডাক দেয়। এর কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ ঘোষণা এল।

শিনজো আবে বলেন, “প্রতিটি অঞ্চলে বাচ্চাদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে যা আগামী এক বা দুই সপ্তাহ অত্যন্ত জটিল আকার ধারণ করতে পারে।

"সরকার অন্যদের মধ্যে শিশুদের স্বাস্থ্য এবং সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে হোক্কাইডোতে মঙ্গলবার একজন মারা যায়। ফলে দেশটিতে ক্রমেই করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা বাড়ছে।