স্ত্রী হত্যায় অভিযুক্ত হচ্ছেন লেসোথোর প্রধানমন্ত্রী

আফ্রিকার দেশ লেসোথোর প্রধানমন্ত্রী থমাস থাবানের বিরুদ্ধে তিন বছর আগে নিজের স্ত্রীকে হত্যায় আনুষ্ঠানিক অভিযোগ আনা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2020, 08:01 AM
Updated : 21 Feb 2020, 08:01 AM

২০১৭ সালে থাবানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার দু’দিন আগে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছিলেন ৫৮ বছর বয়সী লিপোলেলো।

সেসময় এ দম্পতির মধ্যে বিচ্ছেদ সংক্রান্ত তিক্ত আলোচনা চলছিল বলে বিবিসি জানিয়েছে।

অভিযুক্ত হলে থাবানেই হবেন দায়িত্বে থাকা অবস্থায় খুনের দায়ে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত আফ্রিকার কোনো দেশের প্রথম প্রধানমন্ত্রী।

তার বর্তমান স্ত্রী মায়েসাইয়ার বিরুদ্ধেও একই খুনে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

লিপোলেলোর মৃত্যুর পর থাবানে তাৎক্ষণিক বিবৃতিতে ‘অনুভূতিশূন্য’ হওয়ার কথা জানিয়েছিলেন; পুলিশ এখন ৮০ বছর বয়সী এ প্রধানমন্ত্রীকেই সন্দেহ করছে।

“খুনের দায়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। পুলিশ যাবতীয় প্রস্তুতি সারছে, সম্ভবত কালই (শুক্রবার) আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে,” বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন দেশটির উপ পুলিশ কমিশনার পাসেকা মোকেতে।

এ প্রসঙ্গে থাবানের কোনো মন্তব্য পাওয়া যায়নি; বৃহস্পতিবার এক ঘোষণায় তিনি বয়সজনিত কারণে চলতি বছর জুলাইয়ের শেষে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেবেন বলে জানিয়েছেন।

“আমি একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল লেসেথো প্রতিষ্ঠায় কাজ করেছি। এই বয়সে এসে আমি আমার শক্তির বেশিরভাগটাই হারিয়ে ফেলেছি,” রাষ্ট্রীয় রেডিওতে দেওয়া ভাষণে বলেছেন থাবানে।

লেসেথোর ক্ষমতাসীন দল অল বাসোথো কনভেনশন প্রধানমন্ত্রীকে বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগের জন্য সময় বেঁধে দিয়েছিল।

লিপোলেলোর খুনের সময় থাবানে মায়েসাইয়ার সঙ্গে বসবাস করছিলেন। লিপোলেলোর সঙ্গে তখন তার বিচ্ছেদ সংক্রান্ত আলোচনা চলছিল।

থাবানে প্রধানমন্ত্রী হওয়ার পর মায়েসাইয়া ‘ফার্স্ট লেডি’ পদ দাবি করেছিলেন; আইনি লড়াইয়ে লিপোলেলো ওই স্বীকৃতির অধিকার জেতেন।

থাবানের শপথ গ্রহণের দুই মাস পর মায়েসাইয়ার সঙ্গে তার বিয়ে হয়।