করোনাভাইরাস: এবার দক্ষিণ কোরিয়ায় মৃত্যু, বাড়ছে আতঙ্ক

চীনের চৌহদ্দি পেরিয়ে দেশে দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এবার দক্ষিণ কোরিয়ায় প্রথম একজনের মৃত্যু হয়েছে।এ মৃত্যুকে ঘিরে বাড়ছে আতঙ্ক।

>>রয়টার্স
Published : 20 Feb 2020, 01:35 PM
Updated : 20 Feb 2020, 02:10 PM

বৃহস্পতিবার দেশটির চতুর্থ বৃহত্তম একটি নগরীর রাস্তা-ঘাট সব ফাঁকা হয়ে গেছে।অধিবাসীরা সবাই ঘরে রয়েছে।

২৫ লাখ অধিবাসীর দেয়াগু শহরের শপিং মল এবং সিনেমা হলগুলো সব বন্ধ হয়ে গেছে এবং শহরতলীর রাস্তাগুলোও ফাঁকা হয়ে গেছে।

স্থানীয় এক অধিবাসী ফোনে বার্তা সংস্থা রয়টার্স কে জানিয়েছেন,“পরিস্থিতি দেখে মনে হচ্ছে,শহরের মাঝখানে কেউ বোমা ফেলেছে।অনেকটা জম্বি হামলার মত বিপর্যয় ঘনিয়ে এসেছে বলে মনে হচ্ছে।”

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০৪ জনে দাঁড়িয়েছে এবং বৃহস্পতিবার দেশটি এ ভাইরানের প্রথম একজনের মৃত্যুর খবর জানিয়েছে।

দেয়াগু শহরে একটি চার্চে প্রার্থনায় যোগ দেওয়া ৯০ জন মানুষের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর শহরটির মেয়র অধিবাসীদেরকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।

কোরিয়ার ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন’ এ ভাইরাসের প্রাদুর্ভাবকে ‘সুপার স্প্রেডিং ইভেন্ট’ আখ্যা দিয়েছে।

কোরনাভাইরাস আক্রান্ত এক নারী সাংবাদিকদের বলেছেন, আমরা নজিরবিহীন সংকটে আছি। ৬১ বছর বয়সী এই নারীও চার্চের প্রার্থনায় যোগ গিয়েছিলেন। তার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। চার্চের সবাইকেই ভাইরাস পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তিনি।