ট্রাম্পের সফরের আগে কাশ্মীর নিয়ে মার্কিন সিনেটরদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দুই দিনের ভারত সফরের আগে কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে চিঠি দিয়েছেন শীর্ষ চার মার্কিন সিনেটর।

>>রয়টার্স
Published : 13 Feb 2020, 04:57 PM
Updated : 13 Feb 2020, 05:18 PM

কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর ছ’মাস কাটতে চলল, এখনও গোটা কার্যত বিচ্ছিন্ন অধিকৃত কাশ্মীর উপত্যকা। বন্দিদশায় দিন কাটছে উপত্যকার সাবেক তিন মুখ্যমন্ত্রীর। ছয় মাসের বেশি ইন্টারনেট বন্ধের পাশাপাশি রাজনৈতিক নেতাদেরকে আটকে রাখা নিয়েই মূলত ফের উদ্বেগ প্রকাশ করলেন তারা।