হল্যান্ডের দুটি ভবনে ‘পত্র বোমা’ বিস্ফোরণ

হল্যান্ডের রাজধানী আমস্টারডামের একটি অফিস ভবনের মেইল রুমে ও দেশটির কেরক্রাডে শহরে চিঠি বাছাইয়ের একটি কোম্পানিতে কথিত পত্র বোমা বিস্ফোরণ ঘটেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2020, 10:04 AM
Updated : 12 Feb 2020, 10:11 AM

বুধবার সকালের এ দুটি ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৩ জানুয়ারি থেকে হল্যান্ডে দফায় দফায় পত্র বোমার বিস্ফোরণ ঘটছে। ঘটনার মূল উদ্ঘটনে পুলিশ তদন্ত করে যাচ্ছে।

একই ব্যক্তি এসব পত্র বোমা পাঠাচ্ছে, এমন ধারণা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

এর আগে হোটেল, একটি গ্যাস স্টেশন, একটি গ্যারেজ, একজন রিয়েল স্টেট এজেন্টের দপ্তর ও একটি বিল কালেকশন সেবা দপ্তরে এ ধরনের বোমা বিস্ফোরণ ঘটেছিল।