ফেইসবুকের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড

সোশাল মিডিয়া জায়ান্ট ফেইসবুকের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ কিছু সময়ের জন্য নিজেদের হাতে নিতে সক্ষম হয়েছিল একদল হ্যাকার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2020, 07:06 AM
Updated : 8 Feb 2020, 07:45 AM

শুক্রবার আওয়ারমাইন নামের একটি গ্রুপ এ হ্যাকিং করে বলে জানিয়েছে বিবিসি।

“এমনকি ফেইসবুকও হ্যাক করা যায়,” নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই টুইটারে দলটি এমনটা লিখেও রেখেছিল।

হ্যাকড হওয়া অ্যাকাউন্টগুলো অল্প সময়ের মধ্যেই পুনরুদ্ধার করে ফেইসবুক কর্তৃপক্ষ।

ফেইসবুকের পাশাপাশি এর ম্যাসেজিং অ্যাপ ম্যাসেঞ্জারের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও হ্যাক করেছিল আওয়ারমাইন। 

হ্যাকার গ্রুপটি বলছে, তাদের হামলার উদ্দেশ্য ছিল অনলাইনজগতের ঝুঁকির বিষয়টি ‍তুলে ধরা।

গত মাসে দলটি মার্কিন ন্যাশনাল ফুটবল লিগের বেশ কয়েকটি দলের ডজনের বেশি অ্যাকাউন্ট হ্যাক করেছিল।

শুক্রবার হ্যাক করার পর ফেইসবুকের টুইটার অ্যাকাউন্টে তারা লিখেছিল, “হাই, আমরা আওয়ারমাই। দেখো, এমনকি ফেইসবুকও হ্যাক করা যায়। তবে তাদের নিরাপত্তা অন্তত টুইটারের চেয়ে ভালো।”

ফেইসবুক ও ম্যাসেঞ্জারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে তারা সেখানে আওয়ারমাইনের লোগোও ঝুলিয়ে রাখে।

সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হ্যাকিংয়ের কবলে পড়লেও ফেইসবুকের নিজস্ব প্ল্যাটফর্মটি হ্যাকড হয়নি বলে জানিয়েছে বিবিসি।

টুইটার পরে জানায়, তৃতীয় পক্ষের মাধ্যমে ফেইসবুক ও ম্যাসেঞ্জারের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয় বলেও নিশ্চিত করেছে তারা।

“যখনই আমরা বিষয়টি অবগত হই, তখনি আক্রান্ত অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়। ফেইসবুকে আমাদের অংশীদারদের সঙ্গে মিলে অ্যাকাউন্টগুলো পুনরুদ্ধারে কাজ শুরু করি,” বিবৃতিতে বলেছে টুইটার।

দুবাইভিত্তিক হ্যাকার গ্রুপ আওয়ারমাইন অতীতেও বিভিন্ন বহুজাতিক কোম্পানি ও নামকরা ব্যক্তিদের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করেছিল। এর আগে তারা বিভিন্ন সময়ে টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি, গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এবং নেটফ্লিক্স ও ইএসপিএনের অ্যাকাউন্টেরও নিয়ন্ত্রণ নিয়েছিল।

হ্যাকার দলটির দাবি, সাইবার জগতের নিরাপত্তা ঘাটতি উন্মোচনই তাদের মূল লক্ষ্য। এর পাশাপাশি তারা আক্রান্তদের তাদের সেবা ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করারও ইঙ্গিত দেয়।