‘শয়তান’ করোনাভাইরাসকে হার মানাবে চীন: শি জিনপিং

শতাধিক মানুষের প্রাণ কেড়ে নেওয়া নতুন নিউমোনিয়া সদৃশ করোনাভাইরাসকে ‘শয়তান’ আখ্যা দিয়ে এ ভাইরাস মোকাবেলার লড়াইয়ে জয়ী হওয়ার অঙ্গীকার করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

>>রয়টার্স
Published : 28 Jan 2020, 04:34 PM
Updated : 28 Jan 2020, 04:34 PM

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গ্যাব্রেইয়েসুস এর সঙ্গে এক বৈঠকে শি বলেন, “ নতুন করোনাভাইরাস একটি শয়তান। আমরা এ শয়তানকে গুপ্তঘাতক হয়ে থাকতে দিতে পারি না।”

“চীন আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবে এবং ভাইরাস প্রতিরোধ কর্মসূচিতে ডব্লিউএইচও’র অংশগ্রহণকে স্বাগত জানাবে...এর বিরুদ্ধে (করোনাভাইরাস) যুদ্ধে জয়ী হওয়ার পূর্ণ আত্মবিশ্বাস এবং সক্ষমতা চীনের আছে,” শি এর উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে চীনের রাষ্ট্রীয় টিভি।

ওদিকে, ডব্লিউএইচও’র এক মুখপাত্র বলেছেন, ভাইরাস ছড়িয়ে পড়া এলাকাগুলোতে চীনা এবং বিদেশি নাগরিকদের কিভাবে সুরক্ষা দেওয়া যায় এবং লোকজনকে সেখান থেকে সরিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনার জন্য বেইজিংয়ে বৈঠক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

তবে ভাইরাস মোকাবেলায় চীনের এ তৎপরতা এবং আত্ববিশ্বাসের পরও উদ্বেগ বাড়ছেই। বিশ্বজুড়ে আতঙ্ক আর উদ্বেগের মধ্যে বিভিন্ন দেশ চীনের সঙ্গে যাতায়াত-যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। চীনা নাগরিকদের ভিসা এবং ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ হচ্ছে।

চীনে উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এরই মধ্যে একশ ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ।

চীনের বাইরে অন্তত ১৬ টি দেশে এ ভাইরাসের বিস্তার ঘটেছে।২০০২ সালে সার্স এবং ২০১২ সালের মার্সের মতই একই পরিবারের সদস্য এ নভেল করোনাভাইরাস, যারা ছড়াতে পারে মানুষ থেকে মানুষে।

মানুষের দেহে ভাইরাস সংক্রমণের পর লক্ষণ দেখা দিতে পারে এক থেকে ১৪ দিনের মধ্যে। কিন্তু লক্ষণ স্পষ্ট হওয়ার আগেই এ ভাইরাস ছড়াতে পারে মানুষ থেকে মানুষে। আর এ কারণেই রোগটির সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।