যুক্তরাষ্ট্র-বিরোধী বিক্ষোভ, স্লোগানে মুখরিত ইরাক

যুক্তরাষ্ট্রের সেনা হটানোর দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ আর স্লোগানে মুখরিত হয়েছে ইরাকের রাজধানী বাগদাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2020, 04:47 PM
Updated : 24 Jan 2020, 04:47 PM

প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদরের ডাকে যুক্তরাষ্ট্র-বিরোধী এ বিক্ষোভ হয়েছে শুক্রবার।

এদিন সকাল থেকেই বাগদাদের আল হুরিয়াত স্কয়ারের কাছে বিক্ষোভে যোগ দিতে আসেন নারী,পুরুষ,শিশুসহ সব বয়সের ইরাকিরা।রাস্তা পরিণত হয় জনসমুদ্রে।

বিক্ষোভে শ্লোগান ওঠে ‘আমেরিকা নিপাত যাক,ইসরায়েল নিপাত যাক’,‘আমেরিকা, ইসরায়েল সব বেরিয়ে যাও,’ ‘সরকারের দুর্নীতিবাজ রাজনীতিবিদরা বিদেয় হও।”

ইরাকে গতবছর অক্টোবর থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে নতুন মাত্রা যোগ করেছে সদরের ডাকা এ বিক্ষোভ।

গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরাকে ইরানের শীর্ষ কুদস ফোর্স কমান্ডার জেনারেল কাসেম সোলেমানিসহ ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস নিহত হওয়ার পর থেকেই দেশটিতে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে জোর আওয়াজ উঠেছে।

যুক্তরাষ্ট্রের ওই হামলার দুইদিন পরই ইরাকের পার্লামেন্ট ৫ হাজার ২শ’ সদস্যের মার্কিন বাহিনীসহ সব বিদেশি সেনা বের করে দেওয়ার জন্য ভোট দেয় এবং সরকারকে আইএস এর সঙ্গে লড়াইয়ে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়ালিশনের কাছ থেকে সহায়তা পাওয়ার অনুরোধ বাতিলের আহ্বান জানায়।