মেক্সিকোতে মধ্য আমেরিকার ৮০০ শরণার্থী আটক

হন্ডুরাস থেকে মেক্সিকোতে অবৈধভাবে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের সীমান্তমুখী ৮০০ শরণার্থীকে আটক করার কথা জানিয়েছে মেক্সিকোর কর্তৃপক্ষ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2020, 06:47 AM
Updated : 24 Jan 2020, 06:47 AM

মার্কিন সীমান্তে শরণার্থীর ঢল থামাতে ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের তীব্র চাপের মুখে মেক্সিকো মধ্য আমেরিকার এ শরণার্থীদের আটক করছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। 

শরণার্থীদের বাধা না দিলে ট্রাম্প মেক্সিকোর ওপর নিষেধাজ্ঞাসহ নানান অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন।

দেশটির ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) বৃহস্পতিবার পর্যন্ত ৮০০র মতো শরণার্থীকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পাঠানোর কথা জানায়। এসব আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার, পানি ও চিকিৎসা মিলবে বলেও জানিয়েছে তারা।

আইনি লড়াই শেষে শরণার্থীদের আবেদন গ্রহণ কিংবা তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হন্ডুরাস হয়ে নদী পেরিয়ে আরও প্রায় ২০০ শরণার্থী মেক্সিকোতে ঢুকে গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজে তল্লাশি অব্যাহত আছে বলেও আইএনএম নিশ্চিত করেছে।