বিক্ষোভ-সংঘর্ষে উত্তাল লেবানন,আহত প্রায় ৪শ’

লেবাননের রাজধানী বৈরুতে নিরাপত্তা বাহিনী ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে প্রায় ৪শ’ জন।

>>রয়টার্স
Published : 19 Jan 2020, 01:45 PM
Updated : 19 Jan 2020, 01:45 PM

শনিবার রাজনৈতিক সংস্কারের দাবিতে মানুষ রাস্তায় নামলে পুলিশি বাধার মুখে শুরু হওয়া এ সংঘর্ষে বৈরুত রণক্ষেত্রে পরিণত হয়।

দেশটিতে রাজনৈতিক এলিট শ্রেণির দুর্নীতি এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে তিনমাস আগে শুরু হওয়া গণবিক্ষোভের মধ্যে এদিনই বিক্ষোভ-সংঘর্ষ সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে।

সহিংসতায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৈরুতে স্থিতিশীলতা ফেরাতে সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট।

দেশটিতে বাড়তে থাকা গণবিক্ষোভের মধ্যেও রাজনৈতিক নেতারা পরিস্থিতি শান্ত করতে এখনো অর্থবহ কোনো পদক্ষেপ নেওয়া কিংবা দেশের অর্থনৈতিক সঙ্কটে পড়া ঠেকাতে ব্যর্থ হয়েছেন।

তীব্র বিক্ষোভের মুখে গত ২৯ অক্টোবর লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করলেও তার উত্তরসূরি এখনো সরকার গঠন করতে পারেননি এবং ডলারের বিপরীতে লেবাননি পাউন্ডের মূল্য পড়ে যেতে থাকার কারণে অর্থনীতি নিয়ে মানুষ আরো ক্ষুব্ধ হয়ে উঠেছে।