ত্রাণ কর্মীসহ জিম্মিদের মুক্তি দিয়েছে নাইজেরীয় জঙ্গিরা

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে তিন ত্রাণ কর্মী ও অন্যান্য বেসামরিক জিম্মিকে মুক্তি দিয়েছে দেশটির ইসলামপন্থি জঙ্গিরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2020, 10:33 AM
Updated : 16 Jan 2020, 11:22 AM

ডিসেম্বরের শেষ দিকে এদের জিম্মি করা হয়েছিল বলে বৃহস্পতিবার জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন।

তিনি জানান, ২২ ডিসেম্বর নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নোর রাজধানী মাইদুগুরির দিকে যাওয়ার সময় বাণিজ্যিক যানের একটি বহরকে থামায় সৈন্যদের পোশাক পরা জঙ্গিরা, এরপর তাদের অপহরণ করে।

নাইজেরিয়ায় জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী এডওয়ার্ড কালন এক বিবৃতিতে বলেছেন, “২০১৯ সালের ২২ ডিসেম্বর মোনগুনো-মাইদুগুরি সড়ক থেকে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলো যাদের অপহরণ করেছিল গতকাল তাদের মুক্তি দেওয়া হয়েছে এবং তারা এখন নিরাপদ আছেন, এতে আমি গভীর প্রশান্তি লাভ করেছি।”  

মানবাধিকার কর্মীরা ‘ক্রমবর্ধমান নিরাপত্তাহীন পরিবেশে কাজ করতে থাকায়’ তিনি উদ্বিগ্নবোধ করছিলেন বলে কালন জানিয়েছেন।

২০১৯ সালে নাইজেরিয়ায় মোট ১২ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন এবং এ সংখ্যা ২০১৮-র দ্বিগুণ বলে জানিয়েছেন তিনি।

নাইজেরিয়ায় কাজ করা ত্রাণকর্মীদের জন্য গত বছরটি সবচেয়ে বিপজ্জনক ছিল। অপহরণের সঙ্গে জড়িতরা বোকো হারাম না ইসলামিক স্টেট ইন ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) সদস্য তা জানায়নি জাতিসংঘ। 

গত দুই বছর ধরে নাইজেরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে আইএসডব্লিউএপি প্রাধান্য বিস্তার করে আছে। 

গত ২০০৯ সাল থেকে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে শুরু হওয়া বিদ্রোহী জঙ্গি গোষ্ঠীগুলোর হামলায় এ পর্যন্ত ৩৬ হাজার লোক নিহত ও ৭১ লাখ লোক সবকিছু হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছে।